নিউজ ডেস্ক,ত্রিপুরা-
গত ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হল, নরেন্দ্র মোদী নেতৃত্বে এনডিএ জোট বিপুল ভোটে জয়ী, চারিদিকে চলছিল আনন্দ উল্লাস, এরই মধ্যে উত্তর ত্রিপুরার মিনি পাকিস্তান নামে পরিচিত উত্তর পদ্মবিলের জলাবাজার সংলগ্ন এলাকায় পাঁচ হিন্দু লোকের উপর আক্রমন সংগঠিত হয়।দশ জনের একটি দলের উস্কানিতে প্রায় আড়াইশ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আচমকা হামলা চালায়, কোনক্রমে জঙ্গলে লুকিয়ে প্রাণ বাচায় পাঁচ জন হিন্দু।দুই হিন্দু যুবকের বাইক পুড়িয়ে দেয় জিহাদিরা।কিন্তু খবর দেওয়ার প্রায় দুই ঘন্টা পর পুলিশ গিয়ে সেই পাঁচ হিন্দুকে জিহদিদের কবল থেকে উদ্দার করে।আশঙ্কা কড়া হচ্ছে ষড়যন্ত্রকারী দশ জনের আইএসআই এর সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে।যদিও পুলিশ এ ব্যাপারে কুলুপ এটেছে।