সম্প্রতি উত্তরপ্রদেশের BRD মেডিকেল কলেজে ৭০ টি শিশুর মৃত্যু নিয়ে যোগী সরকারকে কাঠগড়ায় দাড় করিয়েছে সকল বিরুধী দল থেকে শুরু করে মিডিয়া। অক্সিজেন সিলিন্ডারের সরবরাহ বন্ধের জন্য এই মৃত্যু বলে খবরে উঠে এসেছে। কিন্তু জানা যায় ২০১৩ এর ২৪ অক্টোবর Encephalitis এ আক্রান্ত হয়ে গোরখপুরেরই এক হাসপাতালে ৪২৯ জন শিশুর মৃত্যু হয়। অক্সিজেনের সল্পতা নিয়ে সরকারকে দায়ী করলেও এর পেছনে আছেন ডক্টর কফিল আহমেদ খান। অভিযোগ উনি একটি প্রাইভেট নার্সিং হোম চালান। আর সেখানে তিনি BRD হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার চুরি করে ব্যবহার করেন। যে কারণে ওই দিনও হাসপাতালে সিলিন্ডারের ঘাটতি ছিলো বলে খবর।