নিউজ ডেস্ক, স্পেশাল রিপোর্টঃ- উত্তরপ্রদেশের সাথে তাল মিলিয়ে বাংলাতেও বদলাচ্ছে নাম ।
বদলাচ্ছে বাংলা, বদলাচ্ছে রঙ, সেইসাথে তাল মিলিয়ে পিচিয়ে প্রছে তোষণ নীতি । উত্তরপ্রদেশে যোগী রাজত্বে যেমন একের পর এক নাম পরিবর্তন হয়ে, হচ্ছে হিন্দু নাম । ঠিক তেমনই এবার পশ্চিমবঙ্গেও কট্টরপন্থী তোষামোদকারীদের মুখে ঝামা ঘষে বদলে গেল বিদ্যালয়ের নামের বোর্ডের ঠিকানায় এলাকার নাম । ইসলামপুর হয়ে গেল ঈশ্বরপুর ।
জানাগেছে, বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ইসলামপুরের সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দিরের নামের বোর্ডে, ঠিকানার জায়গায় ইসলামপুরের বদলে লেখা আছে ঈশ্বরপুর । যদিও এই নিয়ে নানান জলঘোলা ও বিতর্কের দানা বেঁধেছে, এসেছে অনেক চোখরাঙ্গানি তবুও বিশেষজ্ঞদের মতে এটাই হল তোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা ছোট্ট পদক্ষেপ মাত্র, যা আগামী দিনে হিন্দুদেরকে এক ছাদের তলায় আনতে ও নিজেদের অধিকার বুঝে নিতে অনেকটাই সাহায্য করবে ।
শুধু তাই নয়, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত তোষণ নীতির বিরুদ্ধে মানুষ যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এটা তারও বড় প্রমান বলে মনে করে বিশেষজ্ঞরা ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর রাখায় সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষকে ।