মাভিয়া আলী সমাজবাদী পার্টির সাংসদ বল্লেন “আমরা আগে মুসলিম তারপর ভারতীয়।” হুমকির সুরে তিনি বলেন এই নীতির বিরুদ্ধে যেতে বাধ্য করা হলে আমরা ছেড়ে কথা বলবো না। প্রয়োজনে ভারতের সংবিধান এর বিরুদ্ধে ও যেতে পারেন বলে উনি মন্তব্য করেন।উনার মতে আগে ধর্ম তারপর ভারত। ১৫ আগস্টের সকল মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করার যোগী সরকারের আদেশের পর তার এই বক্তব্য আসে। এখন দেখার হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে মহাসংগ্রাম করা লোকেরা এদের বিরুদ্ধে কতটা সোচ্ছার হন।