
নয়া দিল্লীঃ- কুয়েতি গায়িকা ইবতিসাম হামিদ ইসলাম ত্যাগ করেছেন বলে খবর।তিনি ইসলাম ত্যাগ করে ইহুদী ধর্মে দিক্ষিত হচ্ছেন। ইসলাম ত্যাগ করে ইহুদী ধৰ্ম গ্রহণ করার কারণ তিনি জানান ইসলাম ধর্ম থেকে নারীদের প্রতি বেশি সহিষ্ণু ইহুদী ধর্ম। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম ত্যাগের ঘোষণা দেন।

ইবতিসাম হামিদ ইসলামকে আতঙ্ক ও ভণ্ডের ধর্ম বলেও অবিহিত করেন এবং স্বইচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করেছেন বলে জনান।তিনি আরও বলেন ইসলামে মহিলাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়। ইবতিসাম ধৰ্ম পরিবর্তনের সাথে সাথে কুয়েতে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আল-সাবাহকে কড়া ভাষায় আক্রমন করেন।তিনি আল-সাবাহ কে ইজরায়েলের সাথে সম্পর্ক খারাপ হওয়ার জন্য দায়ী করেন। ইবতিসাম হামিদ নিজেকে গর্বের সাথে বলে ইহুদী বলে দাবী করবেন বলে জানান।এই ইবতিসাম হামিদ ২০১৮ সালে ইসলামে সংগীত হারাম বলে কটাক্ষ করেছিলেন।আরবি মিডিয়াতে এই খবর ছড়িয়ে পরতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
