নিউজ ডেস্ক, তুষার বিশ্বাস, ইসলামপুর ঃ- ইসলামপুরের সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দিরের অনুমোদন বাতিল ।
ইসলামপুরের সরস্বতী শিশু মন্দির ও বিদ্যামন্দিরের ঠিকানা সংক্রান্ত বিতর্ক হওয়ায় বিদ্যাল্যের অনুমোদন বাতিল করে দেয় মধ্য শিক্ষা পর্ষদ। পরবর্তীতে স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়।বিপাকে পরে স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা।
পরে ওই স্কুলের ছাত্রছাত্রীদের অন্য স্কুলে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য অভিভাবকদের নিয়ে একটি সভা করার কথা বলেন। এদিন জেলা বিদ্যালয় পরিদর্শক দশজন অভিভাবদের নিয়ে সভা করার কথা বলেন। এতে ক্ষোভে ফেটে পরেন অভিভাবকেরা। সব অভিভাবকেরা এক সাথে সভায় উপস্থিত থাকার কথা জানালে বিদ্যালয় পরিদর্শক মানতে রাজি না হওয়ায় গন্ডোগোল শুরু হয়। গন্ডোগোল হওয়ায় সভা বানচাল হয়ে যায়। এদিনের সভা না হওয়ায় অভিভাবকেরা ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় ৩১ নং জাতীয় সড়কে পথ অবরোধ করে। অবরোধের ফলে বিশাল যানজটের সৃস্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ।