
আগরতলাঃ- ইসরায়েলই এখন অব্দি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে করোনার টিকা করনে এগিয়ে।ইজরায়েলী নাগরিকদের চলাচল সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ উঠিয়ে দিয়েছে ইসরায়েল। ভ্যাকসিন ব্যবহার করে করোনা প্রতিরোধে সফলতার প্রমাণ পাওয়ার পরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।


ভ্যাকসিনেসনের ফলে ৯৮.৯ শতাংশ মানুষের হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়েনি। স্পংবাদ সংস্থা বিবিসি সুত্রে খবর রবিবার থেকে শপিংমল,মিউজিয়াম,লাইব্রেরি সহ দোকানপাট চালু করে দেওয়া হচ্ছে।হ্যাঁ অবশ্যই মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক থাকছে। ইসরায়েলী স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এটাই প্রথম পদক্ষেপ স্বাভাবিক জীবনে ফেরার জন্য। দেশটির মোট জনসংখ্যার ৪৯ শতাংশ মানুষকে এক ডোজ করে করোনা টিকা দেওয়া হয়েছে। ইসরায়েল গত সাতাশ ডিসেম্বর লকডাউনের তৃতীয় পর্যায়ে প্রবেশ করে। বিধিনিষেধ না থাকার ফলে সাধারণ জনগন এবার থেকে শপিংমল,মিউজিয়াম, চিড়িয়াখানায় যেতে পারবেন।