নিউজ ডেস্ক,কলকাতাঃ-
শিলংয়ের এর উদ্দ্যশ্যে উড়ে গেলেন রাজীব কুমার।আগামী ৯ই ফেব্রুয়ারি শিলং-এ সিবিআইয়ের জেরার সন্মুখীন হবেন তিনি।তাঁকে জেরা করা হবে সারদা কেলেঙ্কারী নিয়ে।
শুক্রবার সকালে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।তাঁর সঙ্গে কলকাতা পুলিশের আইপিএস অফিসাররাও রয়েছেন বলে খবর। দুপুর একটা চল্লিশ এর বিমানে শিলং এর উদ্দ্যশ্যে রওয়ানা দেন তিনি। ৯ই ফেব্রুয়ারি সকালে শিলং-এর সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি।
শুক্রবার সকালেই এই জিজ্ঞাসাবাদের দায়িত্বে থাকা সিবিআইয়ের ১০ জনের অফিসার হাজির হয়েছে কলকাতায়৷সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে শুক্রবার দুপুরেই দলটি শিলং রওয়ানা দেয়৷এই টিমে দীর্ঘ চার পাঁচ বছর ধরে সারদার তদন্তে থাকা অফিসারদের রখা হয়েছে।এ ছাড়ও চিটফান্ড কান্ডের তদন্তে বাংলায় আসছেন আরও ১০ জন সিবিআই অফিসার।এসপি পদ মর্যাদার সিবিআই আধিকারিকের নেতৃত্বে এই দলটি এসেছে।এই দলে রয়েছেন দুজন এ এসপি।রয়েছেন ডি এসপি রাঙ্কের দুজন সিবিআই আধিকারিকও। সারদা ও রোজভ্যালি সহ পশিমবাংলার সমস্ত চিটফান্ড মামলার তদন্ত করবে এই বিশেষ ।