নিউজ ডেস্ক নয়াদিল্লি ঃ-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরব আমিরশাহীর পর এবার রাশিয়া থেকে বিশেষ সম্মান পাচ্ছেন। মোদীকে রাশিয়ান ফেডারেশনের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। ভারতে রাশিয়ান দূতাভাসের তরফ থেকে ট্যুইট করে এই তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১১ই এপ্রিল ‘অর্ডার অফ স্ট অ্যান্ড্রু টি অপোস্টলে’ সন্মান দেওয়ার কথা জানানো হয়েছিল। মোদীকে কূটনৈতিক সম্পর্কে বিশেষ অগ্রগতির জন্য এই সম্মানে ভূষিত করা হচ্ছে। ‘অর্ডার অফ স্ট অ্যান্ড্রু টি অপোস্টলে’ হল রাশিয়ার সবথেকে পুরনো ও সর্বোচ্চ সম্মান। চিনের প্রেসিডেন্ট জি জিংপিং-কে ২০১৭-সালে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
এই নিয়ে আন্তর্জাতিক মানের ৭টি সম্মানে ভূষিত হলেন মোদী। এর আগে আফগানিস্তান, দক্ষিণ কোরিয়া, প্যালেস্টাইন, সৌদি আরবের মত দেশ থেকে পুরস্কার পেয়েছেন তিনি। কয়েকদিন আগেই তাঁকে জায়েদ মেডাল দেওয়ার কথা ঘোষণা করে আরব আমিরশাহীল ওই দেশ। দীর্ঘদিন ধরে আরব আমিরশাহীর সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্যই দেওয়া হচ্ছে এই বিশেষ সম্মান। আরব আমিরশাহীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পোক্ত করার জন্য নরেন্দ্র মোদীকে এই সম্মান দিচ্ছেন সেদেশের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহয়ান। আরব আমিরশাহীর পক্ষ থেকে সর্বোচ্চ এই সম্মান দেওয়া হয় কোনও দেশের রাজা বা রাষ্ট্রেনেতাদের। মোদীকে এই সম্মান প্রদান প্রসঙ্গে আরব আমিরশাহীর যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান বলেন, দুই দেশের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র মোদী। যুবরাজ বলেন, মোদী ভারত ও আরব আমিরশাহীর মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক ছিল, তাকে নতুন মাত্রা দিয়েছেন।