
আবারও লোক দেখানো আন্দোলনে নামলো বাম সমর্থিত ছাত্র যুব সংঘটন গুলি। এবারে কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে সুর চড়াল সংঘটন গুলি।রবিবার অফিস লেন স্থিত রাজ্য কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় মূলত কেন্দ্রের সরকার এর একাধিক নীতির প্রতিবাদে 6 টি বামপন্থী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা করা হয়।
