নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
আবার জঙ্গি হামলা কাশ্মীরে।ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পুলওয়ামা।অল্পের জন্য প্রানে বাঁচল নিরাপত্তা রক্ষীরা।গতকাল গভীর রাতে পুলওয়ামাতে IED বিস্ফোরণ ঘটে।এই বিস্ফোরণে এক জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনার।বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় কাশ্মীর পুলিশ ও সেনা আধিকারিকরা।পরীক্ষা করে দেখা হচ্ছে বিস্ফোরণস্থল।এদিকে বিস্ফোরণের পর রাতেই জারি করা হয় সতর্কতা।জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।
সূত্রের খবর,এই আইইডি জঙ্গিদের মূল টার্গেট ছিল সিকিউরিটি ফোর্স,রাতের অন্ধকারে সেনাবাহিনীর টহলরত গাড়িকে উড়িয়ে দেওয়ার ছক ছিল জঙ্গিদের।উগ্রবাদীরা সেই প্ল্যানেই আইইডি বসিয়েছিল।কিন্তু নিরাপত্তা বাহিনীর গাড়িটি ঘটনাস্থলে পৌছার আগেই বিস্ফোরণ ঘটে যায়।যার ফলে আবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।একদিকে যখন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনকে ফিরিয়ে দিয়ে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইমরান খান ঠিক তখনই সারা রাত ধরে সীমান্তে লাগাতার শেলিং করে পাক সেনা।যদিও পাকিস্তানের শেলিং এর জবাবে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতীয় সেনা।