ওয়েবডেস্ক: গত দু’দিন ধরেই শহর ছাড়তে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। ট্রেন বন্ধ হওয়ার আগেই ঘরে ফিরে যেতে চান তাঁরা। যেমন কুরলার লোকমান্য তিলক টার্মিনাসে গত দু’দিনে পরিযায়ী শ্রমিকদের ভিড় বেড়েছে। বিহার ও উত্তরপ্রদেশের শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ট্রেন ধরছেন। রবিবার থেকেই ট্রেনের অগ্রিম বুকিংয়ের জন্য স্টেশনে স্টেশনে ভিড় বাড়ছে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নতুন করে বিধিনিষেধ ঘোষণার পর থেকেই এই অবস্থা হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়ল। মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে ভয়াবহ। নানা জায়গায় নাইট কার্ফু ও লকডাউন করা হয়েছে। যার ফলে চিন্তায় পড়ে গেছেন পরিযায়ী শ্রমিকরা। ইতিমধ্যেই তাঁরা বাড়ির রাস্তা ধরেছেন। কিছু শ্রমিক ফিরে আসার চিন্তা করছেন, আবার তাঁদের ভয়, আবার না ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যে দুর্ভোগ একবার পোহাতে হয়েছে, তা দ্বিতীয়বার সহ্য করতে চাইছেন না পরিযায়ী শ্রমিকরা।অনেকেরই এই অবস্থায় হাতে কাজ নেই। মজুরিও পাচ্ছেন না। তাই তারা বাড়ি ফেরাই সেরা উপায় মনে করছেন।
