নিউজ ডেস্ক,নয়া দিল্লীঃ-
বৃহস্পতিবার ভয়াবহ জঙ্গি হামলায় সিআরপিএফ এর চল্লিশেরও বেশি জওয়ান শহিদ হয়।জঙ্গি হামলায় তিন দিনের মধ্যেই আত্মরক্ষার জন্য ভারতকে সমর্থনের কথা জানাল আমেরিকা।শুক্রবারই এই মর্মে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার জন বল্টন একটি বার্তা দিয়েছেন।পুলওয়ামা হামলা নিয়ে দুই আধিকারিকের মধ্যে কথোপকথনও হয়েছে বলে জানা গেছে,আলোচনায় মার্কিন আধিকারিক ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছেন।সংবাদিকদের মুখোমুখি হয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার জন বল্টন জানান,হামলার পর দুবার অজিত দোভালের সঙ্গে তাঁর কথা হয়েছে।বল্টন জানিয়েছেন, আমেরিকা মনে করে ভারতের আত্মরক্ষা অধিকার রয়েছে। পাশাপাশি পাকিস্তানের প্রতিও আমেরিকার স্পষ্ট বার্তা,সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান।জনের বক্তব্য প্রকাশ্যে আসার আগে স্টেট সেক্রেটারি হোয়াইট হাউস মাইক জানান সন্ত্রাসবাদকে শেষ করার জন্য পাকিস্তানকে উদ্যোগ নিতে হবে। ট্যুইটারে মাইক লিখেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা ভারতের পাশে রয়েছি। উগ্রপন্থীরা যেন তাদের মাটিকে ব্যবহার না করতে পারে তার ব্যবস্থা পাকিস্তানকেই করতে হবে।হামলার পর ট্যুইট করে মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।