নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
আজ ২৫শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী। ১৮৬১ সালের (১২৬৮ বঙ্গাব্দে) এ দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মেছিলেন বাংলার শ্রেষ্ঠ কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি জীবনের সর্বত্র রয়েছেন তিনি। তাঁর লেখা কবিতায়, গানে, নাটক, উপন্যাস, গল্পে তিনি বাংলা ও বাঙালি জীবনের ভাললাগা, দুঃখ, কষ্ট, শোক-তাপের প্রায় প্রতিটি মূহূর্ত ধরা পড়েছে। এত বছর পরেও রবীন্দ্রনাথ ও তাঁর রচনা বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে। এত বছর পরেও তাঁর রচিত কবিতা, গান, গল্প অত্যন্ত প্রাসঙ্গিক।
আজ যখন দিকে দিকে ধর্মীয় অসহিষ্ণুতা মাথা চাড়া দিচ্ছে, তখন রবীন্দ্রনাথের ধর্ম ভাবনা যেন মুক্তির পথ দেখায়। শুধুমাত্র নিজের শান্তি বা মুক্তির জন্য ধর্ম নয়, মানুষের কল্যাণের জন্য যে সাধনা, তাই ছিল তাঁর ধর্ম। বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সম্মানের আসনে বসিয়েছিলেন। ১৯১৩ সালে প্রথম বাঙালি এবং এশীয় সাহিত্যিক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথের রচনা বাংলা সাহিত্যকে বিশ্বজনীন করে তোলে। আমাদের নেশন লাইভ বাংলার পক্ষ থেকে কবিগুরুর চরণে শতকোটি প্রণাম।