আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত সমস্ত দুরপাল্লার ট্রেন বাতিল ঘোষনা রেল দপ্তরের । ১০,৩২৩ জন চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের জাতীয় সড়ক ও রেল পথ অবরোধের জেরেই এই ঘটনা বলে জানা যায় ।
শুক্রবার এবং শনিবার রেল পথ অবরোধের ফলে উত্তর পূর্ব রেলের লামডিং ডিভিশন আগামী সাত দিন রাজ্যের সাথে যুক্ত সমস্ত দুরপাল্লার ট্রেন বাতিল করেছে।আগরতলা-দিল্লী রাজধানী , আগরতলা কোলকাতা কাঞ্চনজঙ্ঘা সহ আগরতলা-দিল্লী আনন্দবিহার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসও আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে । যদিও এই আদেশনামায় রাজ্যের লোকাল ট্রেনের কোন উল্যেক্ষ নেই। তবু ধারনা করা হচ্ছে রাজ্যের লোকাল ট্রেনেও এর প্রভাব পড়বে। আগরতলা শিলচর সহ সমস্থ ট্রেন বাতিলের ফলে রাজ্যের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে তাতে কোন সন্দেহ নেই ।