নিউজ ডেস্ক ত্রিপুরা ঃ-
আগরতলার সোনার তরী হোটেল বন্ধ হয়ে যাচ্ছে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে। জানা যায় রাজধানীর অভিজাত হোটেল সোনার তরী আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। হোটেলের প্রয়োজনীয় NOC না থাকার কারণেই এই নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট।হোটেলে বসবাসকারীদের আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে হোটেল খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে।ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি উনার রায়ে আরও জানান চব্বিশ ঘণ্টার মধ্যে বন্ধ করে দিতে শহরের অভিজাত হোটেল সোনারতরী। পাশাপাশি যে সব বিল্ডিং এর NOC নেই সে সমস্ত বিল্ডিং গুলিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি।