উজ ডেস্ক, আগরতলাঃ- এন.এস.এস-এর উদ্যোগে আগরতলার বিভিন্ন স্কুলে পালিত হল নারী সম্পর্কিত সচেতনতামূলক শিবির ।
গত ১৭, ১৮ এবং ১৯শে ডিসেম্বর রাজধানী আগরতলার বিভিন্ন স্কুলের এন.এস.এস ইউনিট এবং রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল নারী সম্পর্কিত সচেতনতামূলক শিবির । উক্ত অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতী বর্ণালী গোস্বামী । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন মহিলাদের জন্য কমিশন দ্বারা প্রদত্ব সমস্ত সুযোগ সুবিধার কথা তুলে ধরে বলেন, বাল্য বিবাহ রুখতে সমস্ত মেয়েরা মোবাইলের সাহায্য নিন, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিন । অনেক সময় অনেক কথা যা মেয়েরা আমাদের কাছে সঠিক সময় পৌছতে পারেনা । তারা মোবাইলের ম্যাসাজ, ফেসবুকের মাধ্যমে জানান ।