
কলকাতাঃ গতকাল রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এক সপ্তাহের মধ্যে ফের বঙ্গে এলেন অমিত শাহ। দিনভর রয়েছে একগুচ্ছ কর্মসূচি।সকালে BSF আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিউটাউনে।এরপর অমিত শাহ রওনা দেবেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, সেখানে তিনি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন,এরপর সেখান থেকে যাবেন নামখানায়।সেখানেই পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ,একটি সভাও করবেন তিনি।


তাঁরপর নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে দুপুরের খাবার সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।তাঁরপর তিনি সরাসরি চলে যাবেন কাকদ্বীপে,সেখানেই পুজো দেবেন শ্মশানকালী মন্দিরে।এছাড়া কাকদ্বীপে একটি রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।তাঁরপর তাঁর কর্মসূচী রয়েছে কলকাতায় অরবিন্দ ভবনে।সবচেয়ে বড় খবর অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিতে পারেন টলিউডের অভিনেতা তৃণমূলের সহসভাপতি হিরণ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে চলছিল জল্পনা।তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।
