নিউজ ডেস্ক,কলকাতাঃ-
ভারতের গৃহমন্ত্রী রাজনাথ সিং তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে মা মাটি মানুষের অভেদ্য ভূমিতে প্রবেশ করে মমতা সরকারকে তুলধুনো করতে বিন্দুমাত্র বিচলিত হননি।তিনি উনার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সবক্ষেত্রে ব্যার্থ।অবৈধ অনুপ্রবেশকারীদের ঠেকাতে মমতা সরকার ব্যার্থতার নজির সৃষ্টি করেছে।তিনি আরোও বলেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে।মানুষ এখন ঘাসফুল ছেড়ে পদ্মফুলের দিকে ঝুঁকছে।কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হাইওয়ে নির্মাণের জন্য দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে।তিনি মমতা সরকারের উপর অভিযোগ করে বলেন কেন্দ্রে সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য দিতে চাইছে,কিন্ত তৃণমূল সরকার সাহায্য চাইছে না।এদিনের সমাবেশ মঞ্চ থেকে তিনি মোদী সরকারের জনকল্যানমুখী কাজগুলি উল্লেখ করেন।