অবসরপ্রাপ্ত ভারতীয় সেনাকর্মী ও তাদের পরিবারের সাহায্যার্থে এবার এগিয়ে এলো ভারতীয় ইলেক্ট্রনিক পেমেন্ট অ্যান্ড ই-কমার্স সংস্থা Paytm।
গতকাল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারামনের সাথে দেখা করে Paytm সিইও বিজয় শেখর শর্মা । সেখানাই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর হাতে ১ কোটি ৪৯ লক্ষ্য টাকার চেক তুলে দেওয়া হয় ।
প্রসঙ্গত যানা যায় যে গত ৭ই ডিসেম্বর আর্মড ফোরস ফ্ল্যাগ ডে অনুষ্ঠিত হয় , সেই দিনের কথা মাথায় রেখে ভারতীয় ইলেক্ট্রনিক পেমেন্ট অ্যান্ড ই-কমার্স সংস্থা Paytm তাদের ওয়েবসাইটে “আর্মড ফোরস ফ্ল্যাগ ডে ফান্ড” শুরু করে , আর সেখানাই Paytm ব্যাবহারকারীরা নিজের সামর্থ্য অনুযায়ী অনুদান দেয় । সেই অনুদানের মোট ১ কোটি ৪৯ লক্ষ্য টাকা
ভারতীয় সেনাকর্মী ও তাদের পরিবারের সাহায্যার্থে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ।