মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। তিনি লিখেছেন, ‘রাজ্যের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’।
জানা যায়, মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়ালেও এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফার পত্র ইতিমধ্যেই রাজ্যপাল গ্রহণ করেছেন বলে সুত্রের খবর।