নিউজ ডেস্ক, ধর্মনগরঃ- অবশেষে খোঁজ মিলল কাঞ্চনপুরের নিখোঁজ সাংবাদিক টিঙ্কু নাথের
অবশেষে আত্মসমর্পণ করল কাঞ্চনপুরের নিখোঁজ সাংবাদিক টিঙ্কু নাথ । উল্লেখ্য গত ২৭শে আগস্ট থেকে নিখোঁজ হওয়ার কারন হিসাবে, টিঙ্কু জানায় তাকে প্রান নাশের হুমকি দেওয়া হয়েছিল । তাই তিনি নিজের জীবন বাঁচাতে এতদিন আসামের তিনসুকিয়া-তে আত্মগোপন করে ছিলেন । কিন্তু তার এভাবে নিখোঁজ হওয়ার পর পুলিশ ও নানান সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হলে জানা যায়, কাঞ্চনপুরের ব্যবসায়ী মহল থেকে শুরু করে সরকারি কর্মচারী , প্রায় অনেকের কাছ থেকে সংবাদমাধ্যমের নাম ভাঙ্গিয়ে টাকা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে সেইসাথে অনেক অনৈতিক কাজের সাথে যুক্ত থাকারও অভিযোগ পাওয়া যায় ।
৯ই সেপ্টেম্বর ধর্মনগর থানায় আত্মসমর্পণ করে সে বলে , প্রাণনাশের হুমকি পাওয়ায় সে নিজে থেকেই এতদিন আত্মগোপন করে ছিল । তার বিরুদ্ধে অনৈতিক কাজ কর্মের অভিযোগ সামনে আসার সাথে সাথেই তার সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে নেশন লাইভ বাংলা কর্তৃপক্ষ । সাংবাদিকতার মত মহান পেশাকে নিজের মতলবে ব্যবহার করার জন্য টিঙ্কু নাথের প্রতি যথাযথ ব্যাবস্থা গ্রহণেরও দাবী উঠেছে ।