রাজ্যের অন্যান্য অংশের ন্যায় আলু এবং পেঁয়াজ এর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে ক্রেতা সাধারণের নাভিশ্বাস ওঠার উপক্রম। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের উদাসীনতার কারণে মহকুমার প্রত্যেকটি বাজারে আলু এবং পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমুখী। এতে বাজারে আসা ক্রেতারা দ্রব্যমূল্য বৃদ্ধির কোপে পরে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যদিন। সোমবার ছিল তেলিয়ামুড়া সাপ্তাহিক হাট বার। এদিন বাজারে গিয়ে দেখা যায় পেঁয়াজ ৭৫/৮০টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আলু খুচরোভাবে বিক্রি হচ্ছে ৫০টাকা দরে । এমন অবস্থা গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলেও তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের কর্মীরা দ্রব্যমূল্য প্রতিরোধের জন্য বাজারে কোন ধরনের অভিযান চালায়নি। যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ক্রেতা সাধারণ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সংবাদসূত্রে খবর আগামী কিছুদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো বাড়তে পারে। তবে কি কারণে তরতর করে বাড়ছে এই দাম তা সঠিকভাবে কেওই বলতে পারছে না। আগামী কিছুদিনের মধ্যে আলুর দামও বাড়তে পারে। বর্তমানে বহিঃরাজ্যের আলুর উপরই নির্ভর করতে হচ্ছে সমগ্র রাজ্যকে। একদিন গাড়ি না এলেই আবারো বাজারে মূল্যবৃদ্ধির কোপ পরবে বলে ধারণা ব্যবসায়ী মহলের। অতিসত্তর বাজারে আলু ,পেঁয়াজের কালোবাজারি রোধে তৎপর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। দাবি সাধারণ অংশের মানুষের।